প্রকাশিত: Mon, Jun 19, 2023 9:27 AM আপডেট: Sat, Dec 6, 2025 2:22 PM
ময়মনসিংহে ধর্ষণ থেকে রক্ষা পেতে বাস থেকে লাফিয়ে পড়া নারী মারা গেছেন
আব্দুল্লাহ আল আমীন: গত শুক্রবার ভালুকায় রাতে গার্মেন্টস থেকে বাড়ি ফেরার পথে চলন্ত বাস থেকে ঝাঁপ দিয়ে আহত হন ওই নারী। তিনি পেশায় গার্মেন্টসকর্মী ছিলেন।
মৃত সামসুন্নাহার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা গ্রামের বাসিন্দা। তবে তিনি চাকরিসূত্রে ভালুকার মল্লিকবাড়ি নয়নপুর এলাকায় বসবাস করতেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক কামাল হোসেন বলেন, শামছুন্নাহারের মাথার আঘাত খুব গুরুতর ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
নিহতের ছেলে মো. সজিব বলেন, প্রায় ১০ বছর ধরে মা গার্মেন্টসে কাজ করে দুই ভাইকে পড়াশোনা করাচ্ছিলেন। মায়ের মৃত্যুর জন্য দায়ী চালক ও চালকসহযোগীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। জানা যায়- গাজীপুরের মাওনায় গার্মেন্টস থেকে কাজ শেষে গত শুক্রবার রাত সাড়ে ৯টার বাসে ভালুকা ফিরছিলেন শামছুন্নাহার। ভালুকার সিডস্টোর এলাকায় বাসের সব যাত্রী নেমে গেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তাকে ধর্ষণচেষ্টা চালান বাসের চালকসহ তিন সহযোগী। এ সময় নিজেকে রক্ষা করতে চলন্ত বাস থেকে লাফ দেন শামছুন্নাহার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই মমেক হাসপাতালে পাঠায়। সম্পাদনা: এল আর বাদল